বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হবে আজ

আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আজ। এশিয়া কাপ ব্যর্থতার পর আসন্ন বিশ্বকাপ টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন। টাইগার ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবেন।

মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে মিরপুরে ক্যাম্প শুরু করেছিল টাইগার ক্রিকেটাররা। কিন্তু বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়েছে সব পরিকল্পনা। এমন অবস্থায় দেশের বাইরে বাংলাদেশ দল ক্যাম্প করবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। মূলত বৈরী আবহাওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

পাপন বলেন, ত্রিদেশীয় সিরিজের আগে বিদেশের মাটিতে আমরা একটা ক্যাম্প করতে চাই। ক্যাম্পটা কোথায় হতে পারে, সেটা নিয়েই আমরা আলোচনা করছি। আজকে এখানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এক্সপ্লোর করব। এরই মধ্যে আমরা দুই-তিনটা দেশের সাথে আলাপ করেছি। আশা করি, কালকের মধ্যে জানাতে পারব।

সপ্তাহখানেক আগে বিশ্বকাপের দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও অধিনায়ক সাকিব আল হাসানের মতামত এবং কয়েকটি জায়গা নিয়েই চলছে আলোচনা। ওপেনিংয়ে কারা খেলবেন? পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ নাকি ইয়াসির আলী রাব্বী। দলে নতুন মুখ কারা আসতে পারে সব মিলিয়ে বিস্তর আলোচনা প্রায় শেষ। আজই জানা যাবে কারা ধরছেন অস্ট্রেলিয়ার বিমান।

২ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে টাইগারদের। ২৪ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। তার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবরা। যেখানে প্রতিপক্ষ থাকবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২ ও ৬ নভেম্বর অ্যাডিলেডে রোহিত শর্মার এবং বাবর আজমের দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ