জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ শিক্ষার্থী নিয়ে ছিঁড়ে পড়ল লিফট

আরো পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের একটি লিফট ছিঁড়ে ভেতরে আটকা পড়েন কয়েকজন শিক্ষার্থী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের ২ নম্বর লিফটে এই ঘটনা ঘটেছে।

আইন বিভাগের শিক্ষার্থী সাগর বলেন, আমরা দুপুরে ক্লাস শেষ করে ডিপার্টমেন্ট থেকে দলবেঁধে নতুন একাডেমিক ভবনের ৯ তলা থেকে তিন নম্বর লিফট করে নিচে নামছিলাম। কিন্তু নিচে নামার কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে লিফটটি ছিঁড়ে পড়ে যায়।

এ সময় লিফটের ভেতরে আইন বিভাগের ৯-১০ জন শিক্ষার্থী আটকে ছিল বলে জানা গেছে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের লিফটের যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলে কেন লিফটগুলো চালু রাখা হয়েছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এমন পরিস্থিতির পরেও যদি প্রশাসন এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করবো এবং নিজেরাই লিফটগুলো সিলগালা করে দেবো।

আইন বিভাগের আরেক শিক্ষার্থী আকাশ বলেন, আজকে আল্লাহ তায়ালা হয়ত আমাদের পুনরায় জীবন দিয়েছেন। আর কিছুক্ষণ দেরি হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এসব অকেজো লিফট বন্ধ করে নতুন লিফট চালু করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা জানি না হঠাৎ কী কারণে লিফট বন্ধ হয়ে গেছে এবং কেন উপর থেকে ছিঁড়ে পড়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে সবাইকে লিফট থেকে বের করতে সক্ষম হয়েছি। এখন একজন টেকনিশিয়ান এসেছে, সে দেখছে কেন এমনটা হয়েছে। আশা করি দ্রুত সময়ে সবকিছু ঠিক হয়ে যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ