ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় একই পরিবারের তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া ৪ আসামিকেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা দায়রা জজ শারমিন নিগার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর উত্তরপাড়া গ্রামের আমানত খাঁর ছেলে জাকির খাঁ (৪৭), মাহবুব খাঁ (৩৭) ও গাজী খাঁ (৩১)। তাঁদের বাবা আমানত খাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় শুধু আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন। তবে ঘটনার পর থেকেই তিন ভাই পলাতক।
২০১৫ সালের ৬ আগস্ট সকালে বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় শরীফ খাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা করেন।
নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘আদালতের রায়ে আমি সন্তুষ্ট। কারণ, আমানত আমার জীবন ও সংসারটা তছনছ করে দিয়েছে। তার জন্যই আমি আজ নিঃস্ব। বাকি তিন আসামির দুজন প্রবাসে ও একজন পলাতক রয়েছে। যত দিন পর্যন্ত এই আসামিদের গ্রেফতার করা না হবে তত দিন পর্যন্ত আমি শান্তি পাব না।’
আসামিপক্ষের আইনজীবী শাহ পরাণ বলেন, ‘আদালতের রায়ে আমরা সংক্ষুদ্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। আর মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি বর্তমানে প্রবাসে আছেন।’
জাগো/আরএইচএম

