সালমানকে খুনের ছক তৈরি ছিল মুসেওয়ালার হত্যাকারীদের

আরো পড়ুন

পাঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার হত্যায় এক অভিযুক্ত সালমান খানকে হত্যা করতে ঘুরে গিয়েছিল মুম্বাই।

পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজিপি) গৌরব যাদব বলেন, ‘মুসে ওয়ালা খুনের তদন্তে নেমে আমরা জানতে পেরেছি, গ্রেফতার হওয়া অন্যতম অভিযুক্ত কপিল পণ্ডিত সচিন বিষ্ণোই ও সন্তোষ যাদবকে সঙ্গে নিয়ে সালমানকে হত্যা করতে মুম্বাই ঘুরে যান। আমরা সবাইকেই জিজ্ঞাসাবাদ করব। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এর সঙ্গে গ্যাংস্টার সম্পৎ নেহরা যুক্ত।’

পুলিশ জানিয়েছে, সালমান খানকে হত্যার ছক তৈরি করতে মুম্বাই হাজির হয়েছিল গ্রেফতার হওয়া কপিল পণ্ডিত। সবটাই ঘটেছে লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে।

মুসেওয়ালা হত্যায় অভিযুক্ত অন্যদেরও জেরা করা হবে সালমান খানের হত্যার প্ল্যানিং-এর ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব।

গত জুন মাসে সালমান খান ও তার পিতা সেলিম খানকে প্রাণে মারার হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেলিম খান। সেই সময়ই গেইটি গ্যালাক্সি (সালমানের আবাসন)-এর কাছের এক পার্কের বেঞ্চে পড়েছিল সেই বেনামি চিঠিখানা। তাতে লেখা ছিল, ‘তোমার পরিণতিও হবে মুসেওয়ালার মতোই’।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ