শিগগিরই ওডেসা দখল করবে রাশিয়া, রমজান কাদিরভের ঘোষণা

আরো পড়ুন

ইউক্রেনের বন্দর নগরী ওডেসা দখলের হুমকি দিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। এমন সময় তিনি এ কথা বললেন যখন ইউক্রেনের বিভিন্ন অংশ থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে রুশ সেনারা। তবে কাদিরভ দ্রুতই এসব এলাকা আবার দখলে নেয়ার বিষয়ে আশাবাদী।

আরটির খবরে জানানো হয়েছে, রুশ সেনাদের পিছু হটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন কাদিরভ। রাশিয়ার কৌশলে কোনো ভুল ছিল কিনা তা নিয়ে তিনি মস্কোর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। গত কয়েক দিনে ইউক্রেনের হাতে বেশ কয়েকটি ছোট শহর হারিয়েছে রাশিয়া। কিয়েভের বিশেষ পাল্টা আক্রমণের কাছে হার মানতে বাধ্য হচ্ছে মস্কো। একে মস্কোর নেতৃত্বের সমস্যা বলে মনে করছেন চেচেন বাহিনীর প্রধান। তবে শিগগিরই আবারো হারানো এলাকা দখল করা হবে বলেও আশাবাদী তিনি।

কাদিরভ বলেন, রুশ বাহিনী কেনো ইজিয়ুম, কুপিয়ানস্ক, বালাকলিয়া এবং খারকিভ অঞ্চল থেকে সরে এসেছে তা এরইমধ্যে ব্যাখ্যা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমরা সেনাদের জীবন বাঁচাতে এমন পদক্ষেপ নিয়েছি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি শিগগিরই এসব অঞ্চল আবার দখল করা হবে।

এরপরই তিনি বলেন, খুব দ্রুতই আমরা ওডেসা পৌঁছে যাব এবং আপনারা অবশ্যই কার্যকরি ফলাফল দেখবেন।

খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর পিছু হটাকে বড় সফলতা হিসেবে দেখছে ইউক্রেন। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বর্গকিলোমিটার এলাকা ইউক্রেন দখল করে নিয়েছে বলে জানিয়েছে দেশটি। রাশিয়া এখনও কার্যকরি কোনো পাল্টা পদক্ষেপ গ্রহণ করেনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ