শেখ হাসিনার সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ মমতা, দোষারোপ কেন্দ্রীয় সরকারকে

আরো পড়ুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নেতাজি সুবাস চন্দ্র বসুর নতুন মূর্তি উদ্বোধন নিয়ে কথা বলার সময় তিনি দেশটির কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন। তার ধারণা ভারতের কেন্দ্রীয় সরকারই তাকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে দেয়নি।

বৃহস্পতিবার নেতাজি সুবাস চন্দ্র বসুর ‘কার্তব্য পথ’ নামে একটি মূর্তির উন্মোচন করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নতুন মূর্তির উদ্বোধন অনুষ্ঠান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। এ সময় তিনি বলেছেন, তিনি ওই মূর্তির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। কারণ, তাকে সঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ সময় মমতা বলেন, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে অংশ নিতে আমন্ত্রণ না করে আঘাত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাকে তার ভারত সফরের অংশ হতে আমন্ত্রণ জানায়নি।

তার অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকার তাকে শিকাগো এবং চীনসহ অনেক জায়গার অনুষ্ঠানে যোগ দিতে দেয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্যে আসেননি। আমি জানি না কেন তারা (বিজেপি) আমার ওপর এত ক্ষুব্ধ।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ