নবনির্মিত একটি সেতু উদ্বোধন করা হচ্ছে। অতিথি ও কর্মকর্তারা নতুন সেই সেতুর ওপর দাঁড়িয়েই ফিতা কাটার প্রস্তুতি নিচ্ছেন। তবে লাল রংয়ের সেই ফিতা কাটার আগেই ভেঙে পড়ল সেতু।
বিচিত্র এ ঘটনা ঘটেছে গত সপ্তাহে, আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে।
গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কঙ্গোর কোথায় ঘটেছে, তা জানা যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ছোট একটি সেতুর ওপর কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। সবার মধ্যখানে একজন নারী ছিলেন। তিনিই এই আয়োজনের মধ্যমণি, স্থানীয় সরকারি কর্মকর্তা। ওই নারী কাঁচি দিয়ে লাল ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে সেতুটি হুড়মুড় করে দুই টুকরা হয়ে ভেঙে পড়ে।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তাঁকে নিরাপদে সরিয়ে নেন। তবে উদ্বোধনী আয়োজনে সেতুর ওপর থাকা অনেকেই পতন ঠেকাতে পারেননি। সেতু ভেঙে নিচে পড়েন তাঁরা।
বার্তাসংস্থা খামা প্রেস এর তথ্য অনুসারে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) কর্মকর্তারা একটি সেতু উদ্বোধন করতে একত্রিত হলে এটি ভেঙে পড়ে। দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সেখানে লোকেরা সেতু নির্মাণের মান নিয়ে উপহাস করছেন।
জাগো/আরএইচএম

