নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় জেলা প্রশাসকের ২নং হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলুন উড়িয়ে এবং র্যালী বেড় করে দিবস উদ্যাপন করা হয়।
এবছর দিবসটির প্রতিপাদ্য ‘সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার’।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, এমএম কলেজের সহকারী অধ্যাপক শাহাজান কবীর প্রমুখ।

