রাঙামাটিতে ভূমি কমিশনের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফার দাবিতে রাঙামাটিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার দুপুর ২টা হরতাল ডাকা হয় যা ৯ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে শহরে এক সংবাদ সম্মেলন করে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
কাজী মজিবুর রহমান বলেন, আগামীকাল বুধবার সকাল ৯টায় রাঙামাটি জেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অস্থায়ী কার্যালয়ে একটি বিশেষ সভা বাতিল হওয়ায় আমাদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল প্রত্যাহার করে নিয়েছি।
তিনি আরো বলেন, আমরা হরতাল প্রত্যাহার করেছি। কিন্তু ৭ দফা দাবি প্রত্যাহার করিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আন্দোলন চালিয়ে যাবে।
জাগো/আরএইচএম

