নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সূবর্ণচর উপজেলায় তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য বের হয়েছিলেন।
আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩ নম্বর ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪), মো. জুবায়ের (২৩) ও জোহরা খাতুন (১৫)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পুনরায় ভাসানচর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জাগো/আরএইচএম

