রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের বিরুদ্ধে চাকরির প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত রবিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি করেন। মামলার পর থেকে মেয়র পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, বছরখানেক আগে ওই তরুণী চাকরির জন্য মেয়র মামুনের কাছে যান। এরপর চাকরি ও বিয়ের প্রলোভনে তরুণীকে বিভিন্ন সময় ধর্ষণ করেন মেয়র।
ভুক্তভোগী তরুণী বলেন, সম্প্রতি মেয়র আমাকে চাকরি বা বিয়ে কোনোটাই করবে না বলে জানিয়ে দেন। এ নিয়ে প্রতিবাদ করলে তার (মেয়র) সন্ত্রাসী বাহিনী আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে মেয়র আল মামুনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পৌরসভারও কারও বক্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে আজ সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়র পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনা হবে।

