নোরা ফতেহির ঢাকায় আসার অনুমতি মেলেনি

আরো পড়ুন

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহির ঢাকায় আসার কথা ছিল।
সম্প্রতি আয়োজকেরা জানিয়েছেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত তিনি (নোরা ফতেহি) আসছেন না।

অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া জানান, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি।

তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে তাঁর সরব উপস্থিতি নজর কাড়ে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। ২৩ বছর বয়সে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ