উবার সাত হাজার কোটি টাকার অবদান রেখেছে জিডিপিতে

আরো পড়ুন

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার দেশের অর্থনীতিতে গত বছর সাত হাজার কোটি টাকার অবদান রেখেছে ,যা জিডিপির প্রায় ০.২৫ শতাংশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘দি ইমপ্যাক্ট অব উবার ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ কথা জানিয়েছে উবার।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর উবারের মাধ্যমে দেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা, যা যাত্রীর কাছ থেকে চালকরা হাতে বুঝে পেয়েছেন। বাকি টাকার হিসাব করা হয়েছে, কর্মঘণ্টা সাশ্রয়, যাত্রীসেবার মান বৃদ্ধি ও চালকের স্বাস্থ্যের মান বিবেচনা করে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, উবার বলছে তারা এখনো লাভজনক প্রতিষ্ঠান নয়। তাদের এজাতীয় টাকার অঙ্ক কিছুটা অতিরঞ্জিত মনে হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন উবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মাইক অরগিল। গবেষণাটি কখন করা হয়েছে তা উল্লেখ করেনি উবার। গবেষণায় এক হাজার ২৯ জন উবার যাত্রী এবং ৯৮৭ জন চালক অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশের ব্যক্তিগত ভাড়ায় চালিত ট্যাক্সি ক্যাবের অভাব ছিল, সেটা উবার পূরণ করেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ