এশিয়া কাপের ম্যাচে আজ ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গত ২৮ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ সময় আজ রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ভারত পৌঁছেছিল ৫ উইকেট ও ২ বল হাতে রেখে। দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে। ভারত ৪০ রানে জিতলেও হংকংকে ৩৮ রানে অলআউট করে দিয়ে পাকিস্তান জিতেছে ১৫৫ রানের বিশাল ব্যবধানে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে ভারতের। হাঁটুর ইনজুরির কারণে খেলা হচ্ছে না জাদেজার। তার জায়গায় দলে ঢুকেছেন আরেক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব, ঋসভ পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খাঁন, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

