সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষ, আহত ২০

আরো পড়ুন

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা এগারটা থেকে ঘন্টাব্যাপী শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় ও ভাসানি মিলনায়তন প্রাঙ্গণে সমবেত হয়।

জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভার শেষ সময়ে ফিরে যাওয়ার পথে হঠাৎ করেই বিএনপি কর্মিরা বিশৃঙ্খলা শুরু করে ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশের সাত জনসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

এর আগে, জেলা বিএনপির সমাবেশ চলাকালে রাস্তায় তল্লাসি চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা বিএনপি কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ