চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে নগরীর হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
তুহিনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, শরিফুল ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

