ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কোটি ৭০ লাখ টাকার সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে রুদ্রপুর থেকে তাকে সোনার বারসহ আটক করা হয়।
আটক শুকুর আলী শার্শার রুদ্রপুর গ্রামের মিয়ারাজের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, বিজিবির কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে একটি সোনার চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে সন্দেহভাজন শুকুর আলী সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়।
এ সময় তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় কোমরে বাঁধা অবস্থায় ৯টি সোনার বার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

