জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন

আরো পড়ুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ খবরটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্ট্রোক করেছিলেন। বুধবার (৩১ আগস্ট) মারা গেলেন।

বান্নাহ ফেসবুকেও সাগর হুদার মৃত্যুর খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন! আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুকফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন, আমিও আসছি ভাই।

সাগর হুদার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তারকারা তার বিদেহী আত্মার মাগরেফরাত কামনা করে ফেসবুকে শোকগাঁথা স্ট্যাটাস তুলে ধরছেন।

সাম্প্রতিক সময়ে সাগর হুদার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ