খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

আরো পড়ুন

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে শামীম ব্যাপারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে দৌলতপুর পাবলা কারিগরপাড়া এলাকার একটি টিনের চালায় কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শামীম দৌলতপুর কারিগরপাড়া এলাকার জনৈক মোশারেফের বাড়ির টিনের চালায় কাজ করছিলেন। এ সময় একটি কাঠের বাতা সোজা করলে বৈদ্যুতিক তারের সাথে লাগলে তার সমস্ত শরীর বিদ্যুৎতায়িত হয়ে যায়। পরে তিনি টিনের চালের পর থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম ব্যাপারী একই এলাকার সাদেক ব্যাপারীর ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত যুবক পেশায় একজন মিস্ত্রি। তিনি প্রতিবেশী মোশারেফের টিনের ঘরের চাল মেরামত করতে গিয়ে এ দুর্ঘটানার শিকার হন। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ