খুলনায় ব্যবসায়ীদের ধর্মঘট, তেল উত্তোলন বন্ধ

আরো পড়ুন

জ্বালানি তেলের কমিশন এবং ট্যাঙ্কলরি ভাড়া কমানোর প্রতিবাদে কয়েকটি দাবিতে খুলনায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল ও ট্যাঙ্কলরি মালিকরা। এতে খুলনার তিনটি ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধ রেখেছে তারা।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে।

বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, খুলনার খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলা এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেন, তারা বেশ কিছুদিন ধরে ট্যাংক-লরি ভাড়া ও জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বৃদ্ধি না করে সোমবার রাতে তা আরো কমানো হয়েছে। এর প্রতিবাদে তারা ধর্মঘট করছেন।

জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে জ্বালানি তেল বিক্রির কমিশন লিটারে ১৩ পয়সা এবং ট্যাংক-লরি ভাড়া ৩ পয়সা কমানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ