মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, সোমবার সকাল ১০টার দিকে আড়িয়াল খাঁ নদের মাদারীপুর শহরের লঞ্চঘাট থেকে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত নারীর বয়স ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১০-১৫ দিন আগে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছিল বলে ধারণা করছি।
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

