মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারিপাড়া মোড়ে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে, এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘণ্টাব্যাপী অভিযান চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের যুবকদের মধ্যে ঈদের পরদিন আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। ২ এপ্রিল ফুচকা ব্রিজ এলাকায় আতিয়ার আকনের ছেলে জুনায়েদ ও তার বন্ধুরা আতশবাজি ফোটালে প্রতিবাদ করেন মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের ও তার বন্ধুরা। এর জেরে ৩ এপ্রিল সকালে বেপারিপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে তার পা ভেঙে দেন জুনায়েদ ও তার সহযোগীরা। পরে জোবায়েরের ভাই অনিক খান বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা করেন।
এর ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় রাজৈর বাজারে অনিক খানকে লক্ষ্য করে ধাওয়া করে জুনায়েদ ও তার দলবল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন পশ্চিম রাজৈরের সালাউদ্দিন (১৮), সাগর আকন (২৩), ওমর মোল্লা (২২), ইমন খান (২০), সাব্বির শেখ (১৮) এবং রাজৈর থানার কনস্টেবল জুয়েলসহ আরও ৯ জন, যারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়াও ওসি মোহাম্মদ মাসুদ খান, তদন্ত ওসি সঞ্চয় কুমার ঘোষ ও এসআই তারেকসহ অন্তত ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমি নিজে এবং তদন্ত ওসিসহ প্রায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”