আন্দোলনরত চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার জোর দাবি জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি বলেছেন, আমাকে পথে নামতে বাধ্য করবেন না, ভালো হবে না।
সোমবার (২২ আগস্ট) সকালে কবি তার তার ফেসবুকে এ দাবি জানান।
কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুকের ওয়ালে লিখেছেন, চা শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।
এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকেরা বর্তমান মজুরি ১২০ টাকাতেই কাজে ফিরছেন। গতকাল রবিবার গভীর রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। দুই পক্ষ যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

