ডিম ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

আরো পড়ুন

টঙ্গীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। রবিবার রাতে আউচপাড়ার সফিউদ্দিন কলেজ সড়কের মেরিট স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মাহমুদ (২৮) টঙ্গীর বড় দেওড়া এলাকার ফজলুল হকের ছেলে। তিনি ডিমের ব্যবসা করতেন।

হত্যাকাণ্ডের ঘটনায় চারজনেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে দাবি করে ভুক্তভোগীর বাবা ফজলুল হক জানান, মেরিট স্কুল মোড়ে একটি দোকানের বেঞ্চে বসে এক বন্ধুর সঙ্গে গল্প করছিলেন সুমন। হঠাৎ করে সাত-আটজন কিশোর তার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করে। চলে যাওয়ার সময় তুহিন নামের এক যুবককে এলোপাতাড়ি কোপায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ