আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাধারণ সভায় নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জেড আই খান পান্না চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফাতেমা রশীদ হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রোকসানা খন্দকার।
অন্যান্য নির্বাহী পরিষদ সদস্যরা হলেন অ্যাডভোকেট ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট রওশন জাহান পারভীন, সানজিদা ইসলাম, মাবরুক আহমেদ এবং ব্যারিস্টার হেলাল উদ্দিন চৌধুরী।
অন্যদিকে, গতকাল ২০ আগস্ট আসক’র নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী নূর খান।

