ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আরো পড়ুন

যশোর-বেনাপোল রোডের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমান (৪০) নিহত হয়েছেন।

রবিবার (২১ আগস্ট) সকালে ঝিকরগাছার নবীবগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে। হাবিবুর রহমান শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিবহন পালিয়ে গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে যশোর রোডের ঝিকরগাছার নবীবনগরে সাড়ে আটটার দিকে যশোরগামী মোটরসাইকেল (যশোর ল ১২-০৮৬৬) চালককে ঢাকাগামী অজ্ঞাত পরিবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থল নবীবনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল চালক মারা যান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিবহনটি ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বলেন, ঘাতক পরিবহন সনাক্ত করা যায়নি। লাশ প্রাথমিক সূরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ