আরো ২টি শস্যবোঝাই জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে

আরো পড়ুন

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ২টি জাহাজ খাদ্যশস্য বোঝাই করে ইউক্রেনের চরনোমরস্ক বন্দর ছেড়ে গেছে।
গত ২২ জুলাই ইস্তানবুলে তুরস্কের মধ্যস্থতায় করা ‘ব্লাক-সি গ্রেইন ইনিশিয়েটিভ’ নামে পরিচিত চুক্তির আওতায় ইউক্রেনের এ খাদ্যশস্য রপ্তানি করা হচ্ছে।

এ চুক্তির আওতায় ইউক্রেনে আসা এবং ইউক্রেনের বন্দর ত্যাগ করা প্রতিটি জাহাজ উত্তর ইস্তানবুলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা করছে যাতে শস্য ছাড়া অন্য কিছু এসব জাহাজে পাচার করা না হয়।

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদ করিডোরের মাধ্যমে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখায় আঙ্কারাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এর আগে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘের উদ্যোগে তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির সুযোগ করে দেওয়ায় এরদোগানকে প্রশংসায় ভাসান তিনি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ