মা হলেন সোনম কাপু

আরো পড়ুন

মা হয়েছেন সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি। খবরটি প্রকাশ করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে খুশির বন্যা বইছে কাপুর পরিবারে।

এদিকে সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা আজ শনিবার এক বিবৃতিতে জানান, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল–সোনম ও আনন্দ।’

২০১৮ সালের ৮ মে গাঁটছড়া বাঁধেন সোনম-আনন্দ। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাদের। চলতি বছরের মার্চ মাসে নতুন অতিথির আগমন সংবাদ শোনান তারা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামীর সঙ্গে লন্ডনে ছিলেন সোনম। গর্ভবতী স্ত্রীর সেবা যত্নে কোনো ত্রুটি রাখেননি আনন্দ। পাশাপাশি স্ত্রীকে উৎফুল্ল রাখতে নিয়ে গেছেন কনসার্টেও।

এদিকে সোনমের মা হওয়ার সংবাদ শুনে আনন্দে আত্মহারা তার পিতা অনীল কাপুর। নানা হওয়ার খুশিতে ভাসছেন তিনি। আনন্দিত তার দাদি সুনীতা কাপুর, মামা অর্জুন কাপুরসহ সকলেই।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ