যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২২। মনোনয়নপত্র ক্রয় ২১ আগস্ট ও মনোনয়নপত্র জমাদান ২৪ আগস্ট।
এছাড়া মনোনয়নপত্র বাছাই ২৫ আগস্ট ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ আগস্ট। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৭ আগস্ট। তফসিল ঘোষণার ৫৮ সদস্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান।

