ঝিনাইদহে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাথা ও পা কেটে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চাচড়া রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবকের পরিচয় মেলেনি। স্থানীয়রা বলছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী হতে পারে।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল ষ্টেশনের মাষ্টার শাহাজান শেখ জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মোবারকগঞ্জ ষ্টেশনের ৮৮ কিলোমিটার মাইল পোষ্ট সংলগ্ন চাচড়া রেলগেটে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তিনি রাতেই জিআরপি পুলিশকে অবহিত করলে তারা লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

দূর্ঘটনাস্থলের কিছু দুরেই অবস্থিত চাচড়া রেল গেটের গেটম্যান নিকন তালুকদার বলেন, ওই ট্রেনটি গেট পার হবার কিছু সময় পরই স্থানীয় লোকজন এসে জানায় রেল লাইনের উপর এক যুবকের মৃতদেহ পড়ে আছে। তিনি ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিকভাবে বিষয়টি ষ্টেশন মাষ্টারকে অবহিত করেন। তিনি জানান, এলাকার লোকজন মৃত ব্যাক্তিকে চিনতে না পারায় তার পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ