ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-রাশিয়া পাল্টা-পাল্টি স্যাংশনের মধ্যে কীভাবে রাশিয়া থেকে তেল কেনা যায় তার উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, তাহলে আমরা কেন পারব না?
রাশিয়া থেকে তেল আমদানি করার ক্ষেত্রে বিনিময় মুদ্রা কী হবে তারও একটি সমাধান খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান এম এ মান্নান।

