করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে স্থির রয়েছে। একই সময়ে শনাক্ত শতকের নিচে নেমেছে। এদিন ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৩ জনের দেহে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮০টি করোনা পরীক্ষাগারে মোট দুই হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট দুই হাজার ১১০টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় ৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ নয় হাজার ২২২ জনে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৪ দশমিক ৪১ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।
অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য থাকায় এখন পর্যন্ত মৃতদের মধ্যে মোট ১৮ হাজার ৭১১ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও ১০ হাজার ৬০৩ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন।

