বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরো পড়ুন

বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি সব ধরনের বিভেদ ভুলে দলকে শক্তিশালী করতে বলেছেন। পাশাপাশি দলীয় এমপিদের প্রতি আলাদা নির্দেশনা দিয়েছেন।

তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, এমপিরা যেন সবার সঙ্গে মিলেমিশে কাজ করে। দলের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ তৈরি না করেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজ ও সফলতাগুলো জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। জাতীয় সম্মেলনের আগে তৃণমূলের সম্মেলন শেষ করার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি বিরোধী দলগুলোর নির্বাচনকেন্দ্রিক আন্দোলন মোকাবিলা করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিরোধী দল একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক। আমি আজকেও নির্দেশ দিয়েছি খবরদার যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেফতার করা না হয় বা ডিস্টার্ব করা না হয়।

তারা প্রধানমন্ত্রীর অফিসও ঘেরাও দেবে, আমি বলেছি- হ্যাঁ আসতে দেবো। কেননা, আমরা যে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি দেশের কাজ করতে দেশের মানুষ তো সেটা জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের আটটি বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে করা বৈঠকে এসব নির্দেশনা দেন।

বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, দলকে শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করানোর নির্দেশনা দিয়েছেন সভাপতি। যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করতে বলেছেন, দলীয় কমিটিতে জায়গা করে দিতে বলেছেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনমানুষের মধ্যে প্রচার করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি সরকারের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ডের তুলনাগুলো সামনে আনতে বলেছেন। আওয়ামী লীগ সরকারে না থাকলে জনগণের জন্য কী কী দুর্বিষহ অবস্থা তৈরি হতে পারে সেগুলো জনসাধারণের মাঝে প্রচারের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নির্বাচনকেন্দ্রিক বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলে জানান আফজাল হোসেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। বিশেষ করে দলীয় এমপিদের নির্বাচনী এলাকায় সবার সঙ্গে মিলেমিশে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ