নবজাতক পাওনা আদায়ের নামে চাঁদাবাজি, ৪ হিজড়া গ্রেফতার

আরো পড়ুন

ঢাকার উত্তরায় নবজাতক পাওনা আদায়ের নামে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছেন চার হিজড়া সদস্য।

রবিবার (১৪ আগস্ট) উত্তরার ৯নং সেক্টর থেকে আলো হিজড়া (২৮), শারমীন হিজড়া (২৩), মিম হিজড়া (৩০) এবং রুমা হিজড়া (২৫) নামের চার জনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা গেছে, কন্যাসন্তান হওয়ায় উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকার ৪নং রোডের ১০ নম্বর বাসার ভাড়াটিয়া আব্দুর রহিমের কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিল ওই তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যরা। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গ্রেফতারকৃতরা ওই ভাড়াটিয়ার নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং ঘরের দরজার সামনে লাথি মারাসহ চিৎকার-চেঁচামেচি করতে থাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতি হয় পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, অভিযুক্ত হিজড়ারা নবজাতক পাওনা নাম করে ওই ভাড়াটিয়ার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই ভাড়াটিয়া বাধ্য হয়ে ৩ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য হিজড়ারা ওই নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং দরজায় লাথি মারাসহ চিৎকার-চেঁচামেচি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার টাকাসহ ‘শান্তি হিজড়া সংঘ’ নামের চাঁদা আদায়ের কার্ড জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দ্রুতবিচার আইনে মামলা (নং-৪১) দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেয়া হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ