যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে

আরো পড়ুন

পবিত্র আশুরা উপলক্ষে দানবীর হাজী মুহাম্মদ মহসীন ইমাম বাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। ১ মহররম হতে জেলার বিভিন্ন অঞ্চলে আশুরার স্মরণে শোকসভার আয়োজন করা হয়। ১০ মহররম পবিত্র আশুরার দিনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মাযহাবের ধর্মাবলম্বীদের মধ্য হতে হুসাইনি অনুসারীরা যশোর ঈদগাহ ময়দানে জমায়েত হয়। শ শ লোকের উপস্থিতিতে কারবালার শহীদের স্মরণে জিয়ারতে আশুরা পাঠ করা হয়।

ঈদগাহ ময়দান হতে শোক মিছিল দড়াটানা চত্বর হয়ে চৌরাস্তার মোড় ঘুরে আরএন রোড হয়ে ঐতিহাসিক মুড়লী ইমাম বাড়ি প্রাঙ্গণে উপস্থিত হয়। ইমাম বাড়িতে এহতে-শাম-উল আলম প্রতীকের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন- কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম, ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন প্রমুখ।

উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন ইনকিলাবে মাহ্দী মিশনের প্রতিষ্ঠাতা ওস্তাদ মল্লিক আব্দুরর্ উফ ও আতাহার হুসাইন। বৈঠক পরিচালনা করেন সহিদুল ইসলাম বাবু।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ