লঞ্চ ভাড়া শতভাগ বাড়ানো প্রস্তাব, বৈঠক আজ

আরো পড়ুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে লঞ্চের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ নিয়ে সোমবার (৮ আগস্ট) বেলা ১২টায় নৌ মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করবেন তারা।

রবিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

তিনি জানান, লঞ্চ ভাড়া ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছি। এ সংক্রান্ত একটি চিঠি নৌ মন্ত্রণালয়ে ইতোমধ্যে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার বেলা ১২টায় নৌ মন্ত্রণালয়ে লঞ্চ মালিক সমিতির নেতারা এ নিয়ে আলোচনায় বসবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ আগস্ট) সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। শুক্রবার দিনগত রাত ১২টার (৬ আগস্ট) পর থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়।

জানা গেছে, লঞ্চের সব রুটে প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে এখন ২ টাকা ৩০ পয়সা ভাড়া নেয়া হয়। যা ১০০ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সার প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে ১০০ কিলোমিটারের লঞ্চভাড়া ২৩০ টাকা থেকে বাড়িয়ে ৪৬০ টাকা করার প্রস্তাব দেয়া হলো।

এ ছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া নেয়া হচ্ছে ২ টাকা, যা বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করেছেন লঞ্চ মালিকরা। এ বিষয়ে নৌ-মন্ত্রণালয়ের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ