ছাদ থেকে পড়ে নার্সের মৃত্যু

আরো পড়ুন

ঢাকার সবুজবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগস্ট) ভোরে আহত হওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে নেয়া হলে সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।

৫০ বছর বয়সী জ্যেষ্ঠ স্টাফ নার্স আতাউল করিম অপুর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর বাসায় সপরিবারে থাকতেন।

অপুর সহকর্মী ঢামেকের ব্রাদার আহাদ আলী বলেন, সবুজবাগের নিজ বাসার চারতলার ছাদে ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান অপু।

তিনি জানান, পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সবুজবাগে ছাদ থেকে পড়া একজন সিনিয়র স্টাফ নার্সকে গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ