শেখ কামালের জন্মদিন শুক্রবার, আওয়ামী লীগের নানা আয়োজন

আরো পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৩তম জন্মদিন আগামীকাল শুক্রবার (৫ আগস্ট)। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) সকাল আটটায় রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা অর্পন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল সোয়া ৯টায় বনানী গোরস্থানে একই কার্যক্রম পালন করা হবে। এই দুই অনুষ্ঠান বাস্তবায়ন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক আরেকটি আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

মৎস্যজীবী লীগের উদ্যোগে বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু এভিনিউতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির আয়োজনে আরো একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ