নাটোরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নানা-নাতির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিংড়া উপজেলার চৌগ্রাম পশ্চিম বিলে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, চৌগ্রামের জমির শেখ (৭০) ও তার নাতি স্কুলছাত্র পাপ্পু হোসেন (১২)। নিহত স্কুলছাত্র পাপ্পু হোসেন চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো।
চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম হোসেন জানান, বুধবার বিকালে নিহত জমির শেখ তার নাতি পাপ্পু হোসেনকে নিয়ে চলনবিলের মাছ ধরতে যায়। সন্ধ্যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। কিন্তু বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টায় বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

