পদ খোয়ালেন সহকারী অ্যাটর্নি মারুফা

আরো পড়ুন

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যামারুফা আকতারকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মারুফা আকতারের নিয়োগ আদেশ বাতিল করে তাকে এ পদ হতে অব্যাহতি দেয়অ হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তার এ অব্যাহতির বিষয়ে আইনন্ত্রী আনিসুল হক বলেন, মারুফা আকতার সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ব্যবহার করে কর্তৃপক্ষের অনুমিত ছাড়া চিফ অব আর্মি স্টাফের স্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এটা অসদাচরণ। যে কারণে তাকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে মারুফা আকতারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ