জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার (০২ আগস্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভা থেকে শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়।
কর্মসূচিগুলো হলো:
শুক্রবার (৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় অস্থায়ী কার্যালয়ে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
সোমবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটায় অস্থায়ী কার্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১০ টায় শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ আব্দুল মান্নানের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও বিকাল সাড়ে চারটায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা।
শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০ টায় রামনগর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় ফতেপুর ইউনিয়নে রক্তদান কর্মসূচি।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারন।
সকাল ১১ টায় খালধার রোড, (বরফ কল মোড়) ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
দুপুর ২ টায় রাজারহাটে রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বিকাল ৫ টায় জামরুল তলায় নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৫ টা হাশিমপুর বাজারে ইছালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বুধবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় প্রেস ক্লাব যশোরে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন।
বিকাল ৫ টায় আর এন রোডে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল পাঁচটায় শংকরপুরের জিরো পয়েন্টে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় প্রেসক্লাব যশোরে মরহুম এ্যাড: রওশন আলী ও এ্যাড: খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে
স্মরণসভা।
শনিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় তেতুলতলায় ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
রবিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন।
সোমবার (২২ আগস্ট) বিকাল ৫টায় পদ্মাবিলায় বসুন্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় রুপদিয়া বাজারে নরেন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বুধবার (২৪ আগস্ট) বিকাল ৫ টায় চূড়ামনকাটি বাজারে চূড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৫ টায় হাইকোর্ট মোড়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় বাজে দুর্গাপুরে দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৫ টায় দিয়াপাড়া স্কুলে কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
রবিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টায় কাশিমপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
সোমবার (২৯ আগস্ট) বিকাল ৫ টায় বারিনগর বাজারে হৈবতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় জামতলায় আরবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ।
বুধবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় বিডি হলে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শোক সংগীত।
যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজামান মিঠুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও যুগ্ম আহবায়ক ইমামুল কবির।
এছাড়া সদর, শহর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

