বগুড়ায় আবাসিক হোটেল থেকে তানভিরুল ইসলাম (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শহরের কাজী নজরুল ইসলাম সড়কের শ্যামলী রয়েল ইন আবাসিক হোটেলে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তানভিরুল বরগুনার জেলার বামনা থানার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তবে তিনি কেন বগুড়ায় এসেছিল সে ব্যাপারে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।
সদর থানা পুলিশ ও রয়েল ইন আবাসিক সূত্রে জানা যায়, সোমবার মধ্য রাত দেড়টার দিকে শ্যামলীর আবাসিক হোটেল রয়েল ইন এর ৬০৫ নম্বর কক্ষে উঠেন তানভিরুল। পরে দুপুর পর্যন্ত তার রুম থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভাঙে এবং তাকে ঝুলন্ত অবস্থায় মৃত উদ্ধার করে। পরে লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
মঙ্গলবার রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঝুলন্ত অবস্থায় তানভিরুলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পুলিশও তদন্ত অব্যাহত রেখেছে।

