ব্যবহৃত গ্লাসের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস ‘বি’: বিএসএমএমইউ ভিসি

আরো পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, গরমের দিনে অনেকেই ঘরের বাইরে রাস্তা-ঘাটে ঠান্ডা পানি বিশেষ করে আখের শরবত, লেবুর শরবত খেয়ে থাকেন। এসব খাবার আগে অবশ্যই গ্লাসকে ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। কারণ হেপাটাইটিস ‘বি’ ভাইরাস আক্রান্ত কোনো ব্যক্তির ব্যবহৃত গ্লাসের মাধ্যমে অন্যের শরীরে এ ভাইরাস প্রবেশ করে।

রবিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২২ পালন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সবাই সচেতন হলে দেশ হেপাটাইটিস ‘বি’ ভাইরাসমুক্ত হবে। এ ভাইরাসে আক্রান্ত ১০ জন ব্যক্তির ৯ জনই জানেন না যে, তারা আক্রান্ত হয়েছেন। এ জন্য শরীরের কিছু পরিবর্তন যেমন- চোখের ভেতরে হলদে হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া, জ্বর হওয়া, প্রস্রাবের রং পরিবর্তন হলেই হেপাটাইটিস ‘বি’-ভাইরাস স্ক্রিনিং করে চিকিৎসা নিতে হবে।

এ সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ শিশুদের স্নায়ুরোগ চিকিৎসায় থেরাপির গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেরাপি মাধ্যমে চিকিৎসা পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার ডিজিসের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. অনিন্দ্য রহমান, রোটারিয়ান ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব।

২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস সারা বিশ্বে পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে আজ দিবসটি পালন করা হয়

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ