রাজধানীর ডেমরায় গৃহবধূকে হত্যা মামলায় তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩১ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন আমিন ওরফে ফকির আমিন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের সরকারি কোঁসুলি (পিপি) মাহমুদা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌতুকের জন্য গৃহবধূ সাবানা বেগমকে ২০০৫ সালের ১১ নভেম্বর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০০৬ সালের ১২ মার্চ আসামি ফকির আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে ডেমরা থানা পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, ১৯৯৩ সালে গৃহবধূ সাবানা বেগমের সঙ্গে আমিন ওরফে ফকির আমিনের বিয়ে হয়। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। ২০০৫ সালের ১১ নভেম্বর গৃহবধূ সাবানা বেগমকে ধাক্কা দিয়ে গ্যাসের চুলায় ফেলে দেন আসামি ফকির আমিন। মৃত্যুর আগে সাবানা বেগম জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন, গ্যাসের চুলায় ধাক্কা দিয়ে ফেলে দেয়ার পরও তার স্বামী তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।

