প্যারাসিটামল জাতীয় ওষুধের মূল্য পরিবর্তন, জরিমানা ৩৭ হাজার টাকা

আরো পড়ুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফিজিশিয়ান স্যাম্পল, আনরেজিস্টার্ড ওষুধ সংরক্ষণ এবং প্যারাসিটামল জাতীয় ওষুধের মূল্য হাত দিয়ে লিখে পরিবর্তনের দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত আক্কেলপুর হাসপাতাল গেটে এ অভিযান পরিচালনা করেন জয়পুরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আশিক রেজা, রিফাতুল ইসলাম, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসান এবং ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকছেদুল আমিন।

ওষুধ তত্ত্বাবধায়ক মোকছেদুল আমিন জানান, জয়পুরহাট জেলায় ওষুধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ওষুধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ