লক্ষ্মীপুরে জামায়াতের ২ নেতা গ্রেফতার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতা আটক আছেন। তাদের আদালতে সোপর্দ করা হবে। তখন কী মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ