নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটির বিরুদ্ধে অভিযোগ থাকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার হাসপাতালে তাদের কার্যক্রম স্থগিত করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। এমন অবস্থায় নতুন কমিটি গঠন যুক্তি সংগত নয় বলে তিনি জানিয়েছেন।
শুক্রবার রাতে ২০২২-২০২৩ বর্ষের জন্য ডা. জাকির হোসেনকে সভাপতি ও ডা. বাদশাহ আলমকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সাইফুদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক ডা. শাহাজাদ জাহান দিহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি ডা. মেহিদী আশিক পার্থ ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুল ইসলাম নাইম। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে আগামী এক মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, শনিবার দুপুরে ইন্টার্ন চিকিৎসক পরিষদের একটি দল আমার কাছে আসছিল ফুল দিতে। আমি গ্রহণ করিনি। আমাকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকের কয়েকজন ছাত্র ফুল নিতে পীড়াপীড়ি করলে আমি প্রশাসনকে জানালে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে এবং তারা চলে যায়।

