কোহলিকে ছাড়িয়ে গেলেন রোহিত

আরো পড়ুন

অনেকিদন ধরে রান খরায় থাকা ভিরাট কোহলিকে টপকে কয়েকদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষে উঠেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতকে টপকে দুদিন আগে রান সংগ্রাহকের তালিকায় এক নম্বর হন কিউই ওপেনার মার্টিন গাপটিল। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কার্যকরী ব্যাটিংয়ে আবারও টি-টোয়েন্টিতে রানের তালিকায় প্রথম হলেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৬৪ রান করেন রোহিত। এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তার রানের সংখ্যা ৩৪৪৩। দ্বিতীয় স্থানে থাকা গাপটিল আছেন (৩৩৯৯) ৪৪ রানে পিছিয়ে।

তালিকায় তিন নম্বরে রয়েছেন অফ ফর্মে থাকা কোহলি। তার রান ৩৩০৮। চার নম্বরে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং (২৮৯৪)। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার রান ২৮৫৫।

গতকালের ম্যাচের রান ছাড়াও আরেকটি নজির গড়েছেন রোহিত। গতকালের হাফ সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে অর্ধশতরানের তালিকাতেও শীর্ষে তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে ৩১টি অর্ধশতরান রোহিতের।

এদিকে কোহলির অর্ধশতরানের সংখ্যা ৩০টি। অর্থাৎ, এ ক্ষেত্রেও কোহলিকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক।

অর্ধশতরানের তালিকায় তিন নম্বরে রয়েছেন বাবর আজম। তার ঝুলিতে রয়েছে ২৭টি অর্ধশতরানের ইনিংস। তালিকায় প্রথম পাঁচে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার (২৩) ও মার্টিন গাপটিল (২২)।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ