মেহেরপুরে বজ্রপাতে ঝরলো ২ কৃষকের প্রাণ

আরো পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহতরা হচ্ছেন, গাংনী উপজেলার হাড়াভাঙা গ্রামের কৃষক আকরাম সরকার (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)।

অন্যদিকে আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন। তিনি জানান, দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হাড়াভাঙা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজিপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষি কাজ করছিলেন।

এ সময় হঠাৎ বজ্রপাতে চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়। আহত অন্য দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ