মাঠে আসুন, খেলা হবে: বিএনপিকে বললেন কাদের

আরো পড়ুন

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা-মেঘনা-যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না। মাঠে আসুন, খেলা হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হাজারীবাগ থানাধীন ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন যদি করতে চান আপনাদের ভারপ্রাপ্ত নেতাকে বলেন, সৎ সাহস থাকলে মাঠে আসুন, মাঠে মোকাবিলা হবে, খেলা হবে। সেখানেই দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে।

তিনি বলেন, যতই তারা বিষোদগার করুক, যতই মিথ্যাচার করুন লং ডিসটেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা-মেঘনা-যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না মির্জা ফখরুল সাহেব, ১৩ বছরে বোঝেননি? কত ডাক দিলেন রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, আপনাদের ডাকে কি জনগণ সাড়া দিয়েছে। রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এ দেশে হবে না।

বিএনপি এখন অস্তিত্ব সংকটে আছে বলে মন্তব্য করে কাদের বলেন, অস্তিত্ব রক্ষা করতে হলে তাদের নির্বাচনে আসতেই হবে। দলটির নেতারা স্বপ্নে যে ক্ষমতার মসনদ দেখছেন তা পেতে হলে অবশ্যই তাদের নির্বাচনে আসতে হবে। কেননা নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ নেই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ